গান, কবিতা ও নাটকে হত্যা ও ধর্ষণের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৭, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন



গান, কবিতা ও নাটকে হত্যা ও ধর্ষণের বিচার দাবি

গানে, কবিতায় ও নাটকে হত্যা ও ধর্ষণের বিচারের দাবি জানিয়ে শুক্রবার সিলেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ সিলেট’ আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে রায়হান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সারাদেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। 

এসময় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে গান ও কবিতা পরিবেশন করে উদীচী সিলেট জেলা সংসদ, সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট, একদল ফিনিক্স, ভাটিয়াল শহুরের তুহিন কান্তি দাস, মৃদূল কান্তি গোম্বামী। সংহতি জানিয়ে ধর্ষণ বিরোধী নাটক ‘অ্যান্টিবায়োটিক’ পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ। 

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনার একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভূমি সন্তান বাংলাদেশের সংগঠক আশরাফুল কবির, দুষ্কাল প্রতিরোধে আমরা সিলেটের সংগঠক আব্দুল করিম কিম, নারীমুক্তি সংসদ সিলেটের সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্রফ্রন্ট সিলেট নগরের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ প্রমুখ। এসময় ৫ বছর আগে খুন হওয়া ছেলের বিচারের দাবিতে বক্তব্য দেন মৃত আব্দুল আলীর বাবা মো. আলকাস। 

সাংস্কৃতিক সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, উদীচী সিলেট জেলার সহসভাপতি রতন দেব, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের সংগঠক প্রণব জ্যোতি পাল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি সপ্তর্ষী দাস, ছাত্র ইউনিয়ন এমসি কলেজের সাবেক সভাপতি বিশ^পা ভট্টাচার্য্য, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটর সংগঠক রুবাইয়াত আহমদ, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক জোটের মুখপাত্র মতিউর বারী চৌধূরী, ছাত্রফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সভাপতি প্রবাল রায় প্রমুখ।

বিএ-০৬