আজারবাইজানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২০
১২:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২০
১২:৫৪ অপরাহ্ন



আজারবাইজানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২

আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ট্রেন্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয় এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। 

শুক্রবার দিবাগত রাতে গানজা শহরের কেন্দ্রস্থলে চালানো এ হামলায় ২০টি মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে আজেরি প্রেসিডেন্টের সহকারী ও পররাষ্ট্র বিভাগের প্রধান হিকমাত হাজিয়েভ বলেন, ‘গানজায় আরেক দফাসহ আজেরি বেসামরিক নাগরিকদের ওপর আর্মেনিয়ার কাপুরুষোচিত ও নৃশংস হামলায় প্রমাণ করে তারা রাষ্ট্রীয়ভাবে গণহত্যার নীতি ধারণ করে। আর্মেনিয়াকে জবাবদিহির আওতায় আনা উচিত।’

বিএ-১২