ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়নে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'কেউ আইনের উর্ধ্বে নয়। সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি পাবে, পুলিশ অপরাধ করলেও একই শাস্তি পাবে।'
পুলিশ সুপার নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, 'নারী নির্যাতনের মতো পৈশাচিক ও ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।'
এছাড়া বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, গোয়ালাবাজারের বিট অফিসার এসআই সুজিত চক্রবর্তী, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও আওয়ামী লীগ নেতা শাহ্ নুরুর রহমান সানুর।
সমাবেশ শেষে গোয়ালাবাজার এলাকায় একটি র্যালি বের করা হয়। এর আগে তাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
ইউডি/আরআর-১০