নওগাঁ-৬ উপনির্বাচনে নৌকার জয়

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৯:৫১ অপরাহ্ন



নওগাঁ-৬ উপনির্বাচনে নৌকার জয়

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির (ধানের শীষ)  প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মামুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

এ উপনির্বাচনে রানীনগরের ৪৯ ও আত্রাইয়ের ৫৫ সহ মোট ১০৪ কেন্দ্রে নৌকা পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫২১ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রার্থী ইন্তেখার আলম পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।

মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

তবে উপনির্বাচনে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ধানের শীষ প্রতীকের সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগে শিনিবার দুপুরে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ভোট বর্জন করেন।

২৭ জুলাই এ আসনের আওয়ামী লীগের এমপি ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। রাণীনগর ও আত্রাই উপজেলায় ১৬টি ইউনিয়ন। এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রানীনগরে ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ এবং আত্রাইয়ে ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

বিএ-১৮