সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২০
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২০
০৭:৫২ অপরাহ্ন
মাহমুদউল্লাহর দলকে হারিয়ে ফাইনালে পথে এগিয়ে গেল নাজমুল একাদশ। শনিবার মিরপুরে ১৩১ রানের বিশাল ব্যবধানের জয় পেয়েছে।
২৬৪ রানের জবাবে খেলতে নেমে ১৩৩ রানে অলআউট অভিজ্ঞতাপুষ্ট মাহমুদউল্লাহ একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়েই টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। ইমরুল-লিটন-মুমিনুলদের নিয়ে গড়া টপ অর্ডারের ব্যর্থতাই মাহমুদউল্লাহর দলের পরাজয়ের কারণ। এই হারে ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়লো মাহমুদউল্লাহ একাদশ।
সংক্ষিপ্ত স্কোর:
নাজমুল একাদশ: ৫০ ওভারে ২৬৪/৮ (আফিফ ৯৮, মুশফিক ৫২, ইরফান ৪৮, তৌহিদ ২৭, পারভেজ ১৯; রুবেল ৩/৪৯, ইবাদত ২/৬০, সুমন ১/৫২) মাহমুদউল্লাহ একাদশ: ৩২.১ ওভার ১৩৩/১০(নুরুল ২৭*, লিটন ২৭, মিরাজ ১৬, মুমিনুল ১৩, মাহমুদুল ১৩; নাসুম ৩/২৩, আবু জায়েদ ৩/৩৪, রিশাদ ২/২৬, আল আমিন ১/২০)
ম্যাচ সেরা: আফিফ হোসেন, সেরা ব্যাটসম্যান: আফিফ হোসেন, সেরা বোলার: রিশাদ আহমেদ, সেরা ফিল্ডার: নাজমুল হোসেন
এএন/০২