ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন



ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান

আইপিএলে ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালস। মাত্র ২২ বলে ডি ভিলিয়ার্স করেন ৫৫ রান। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাউন্ডারি মেরেছেন মাত্র ১টি। ছক্কা? ডি ভিলিয়ার্সের ঝড়ে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সমান অবস্থায় চলে এসেছে কোহলির দল। তিন দলেরই পয়েন্ট এখন সমান ১২ করে। যদিও একটি ম্যাচ কম খেলেছে দিল্লি এবং মুম্বাই।
জয়দেব উনাড়কটকেই মূলতঃ শেষ মুহূর্তে তুলোধুনো করেছেন ডি ভিলিয়ার্স। ১৮তম ওভারেই নিয়েছেন ২৫ রান।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেবদুত পাড্ডিকাল এবং অ্যারোন ফিঞ্চ মিলে দারুণ সূচনা করেন। ১১ বলে ফিঞ্চ ১৪ রান করে আউট হয়ে যান। দলীয় সংগ্রহ এ সময় ছিল ২৩।
এরপর পাড্ডিকাল আর বিরাট কোহলি মিলে ঝড় তোলেন। ১০২ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। ৩৭ বলে ৩৫ রান করে আউট হন পাড্ডিকাল।
৩২ বলে ৪৩ রান করেন বিরাট কোহলি। ১টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। ১০২ রানের মাথায় আউট হয়ে যান বিরাট কোহলিও।
এ সময় ম্যাচের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু গুরকিরাত সিংকে নিয়ে এবি ডি ভিলিয়ার্স ম্যাচ শেষ করে দেন ২ বল হাতে থাকতেই। ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন গুরকিরাত সিং। রাজস্থানের হয়ে ১টি করে উইকেট নেন স্রেয়াশ গোপাল, কার্তিক তেয়াগি এবং রাহুল তেওয়াতিয়া। জোফরা আর্চার ৩.৪ ওভার বল করে দেন ৩৮ রান। কোনো উইকেটই পাননি তিনি।
এএন/০৫