প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম আর নেই

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৯, ২০২০
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন



প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম আর নেই

সিলেটের সর্বজন শ্রদ্ধেও সাংবাদিক, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সেলিম আর নেই। 

আজ রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই জাবের আহমেদ চৌধুরী।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংবাদিকতা ছাড়াও কবিতা ও ছড়াকার হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। ক্রিকেটার হিসেবেও তার আলাদা সুনাম ছিল। সিলেটের প্রথম বিভাগ ক্রিকেটে মোহামেডানসহ বিভিন্ন ক্লাবের হয়ে তিনি খেলেছেন। 

 

এএফ/০৫