সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৯, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন
প্রবীণ সাংবাদিক, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘সিলেটের সাংবাদিকতার অগ্রযাত্রায় আজিজ আহমদ সেলিমের অবদান সিলেটের মানুষ চিরদিন স্মরণ করবে। শুধু সাংবাদিকতায় নয় বরং যেকোনা সামাজিক আন্দোলনেও তিনি বলিষ্ট ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।’ তিনি বিদেহীর আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক আজিজ আহমেদ সেলিম রবিবার (১৮ অক্টোবর) রাত পৌণে নয়টার দিকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। উপমহাদেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীর সম্পাদক হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এএফ/০১