সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৯, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোক বার্তায় বলেন, সিলেটের সাংবাদিকতার শতবর্ষের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবে বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ছাড়াও একবার সহসভাপতি ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তার সততা ও নিষ্ঠা সর্বজন বিদিত। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল, যা কোন দিন পুরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এএফ/০৩