নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৯:৫৯ অপরাহ্ন
দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে বেলা ২ টায় হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৯ টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই প্রবীণ সাংবাদিক।