গোয়াইনঘাট প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডাউকি নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় লোকজন জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় এলাকার নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিন ভূইয়া, এসআই আব্দুল আহাদ ও এএসআই রুহুল আমিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, 'জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় এলাকায় ডাউকি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।'
এমএম/আরআর-০৭