নারী দলের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৯, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন



নারী দলের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম

মঞ্জুরুল ইসলামকে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান এতোদিন ছিলেন এই দ্বায়িত্বে। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত তিনি। এ অবস্থায় তার জায়গায় মঞ্জুরুল ইসলামকে বেছে নিয়েছে বিসিবি।
বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘মঞ্জুকে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়েছে। ওর চুক্তিটা এক বছরের। মেয়াদ শুরু নভেম্বর থেকে। তবে চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন মঞ্জুরুল। এমন দায়িত্ব পেয়ে তিনি খুশি। জানান, ‘বিসিবি এই প্রস্তাব দিয়ে বলেছিল, আমি আগ্রহী কিনা। আমি তাদের ইতিবাচক জবাব দিয়েছি। অনেক দিন ধরে বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম।  এ কারণেই চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।’ মঞ্জুরুল ইসলাম খেলা ছেড়ে দেওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে চীনে ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করেছেন।
এএন/০২