সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২০
০৪:৪৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৪:৪৯ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে কেউ মারা না গেলেও কঠোরতম লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ডেইলি মেইল জানিয়েছে, বুধবার থেকে দেশটি যে ধরনের কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে তা ইউরোপে খুব কম দেশে দেখা গেছে।
দেশটির মন্ত্রীরা জানিয়েছেন, বুধবার মধ্যরাত (গ্রিনিচ মান সময় ২৩০০ টা) থেকে ছয় সপ্তাহের জন্য কার্যকর হতে যাওয়া এ পদক্ষেপের আওতায় অত্যাবশ্যকীয় নয় এমন সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বার ও রেস্তোরাঁ কেবলমাত্র গ্রাহকদের খাবার নিয়ে চলে যাওয়ার সেবা দেওয়ার জন্য সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
এসবের পাশাপাশি ডিসেম্বর পর্যন্ত অবাধ চলাচল নিষিদ্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে এই লকডাউনকে ‘লেভেল ৫’ বলা হচ্ছে।
সেই ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে শুরুতে ইউরোপ বেশি ভুগেছে। প্রায় সব দেশ কয়েক মাস পুরোপুরি লকডাউনে থাকার পর আবার স্বাভাবিক হচ্ছিল। কিন্তু এর ভেতর শঙ্কা জাগায় দ্বিতীয় ধাপের সংক্রমণ।
আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা পৃথিবীতে ৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ৪৭২ জন শনাক্ত হয়েছেন।
রোগটি থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮০১ জন। মারা গেছেন ১১ লাখ ২২ হাজার ৯৯৭ জন।
বিএ-১০