রায়হান হত্যা: কনস্টেবল টিটু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২০, ২০২০
০৭:০৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৭:১১ অপরাহ্ন



রায়হান হত্যা: কনস্টেবল টিটু গ্রেপ্তার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে পুলিশলাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামানে। গ্রেপ্তারের পর টিটুকে মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে তোলা হয়।

বিএ-১৩