সিলেট জেলা পরিষদের উপনির্বাচনে কয়েছের জয়লাভ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২০
১০:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
১০:১২ অপরাহ্ন



সিলেট জেলা পরিষদের উপনির্বাচনে কয়েছের জয়লাভ

আব্দুল আউয়াল কয়েছ

সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল আউয়াল কয়েছ। মোট ৯৪ ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তাঁর প্রতীক ছিল হাতি।

আব্দুল আউয়াল কয়েছের নিকটতম প্রতিদ্বন্ধী শামিম আহমদ চৌধুরী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১টি ভোট। এছাড়া অপর দুই প্রার্থীর মধ্যে এইচ এম খালেদ আহমদ পেয়েছেন ১০টি ভোট ও জাহেদ হাসান পেয়েছেন ২ ভোট।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে একটানা ভোটগ্রহন শেষে এ ফলাফল জানানো হয়।

 

এসএ/আরআর-০৪