সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২১, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল চালুর আন্দোলনে গ্রেপ্তার হওয়া নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার বিকেলে জোটের জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের সিটি পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল চালুর দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার গত ১৯ অক্টোবর পাটকল চালুর দাবিতে শান্তিপূর্ণভাবে পালিত রাজপথ অবরোধ কর্মসূচিতে খুলনায় হামলা করে শতাধিক নেতাকর্মীকে আহত করে এবং খুলনা বাসদ সমন্বয়ক জনার্ধন দত্ত নান্টু, সিপিবি নেতা এম এ রশিদসহ ১০ জনকে গ্রেপ্তার করে।’ সমাবেশে বক্তারা খুলনায় রাজপথ অবরোধ কর্মসূচীতে হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহŸায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল প্রমুখ।
বিএ-০৬