সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২২, ২০২০
০৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৫:০০ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদানের দাবিতে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সারাদেশে যখন সব কিছু খুলে দেওয়া হয়েছে, তখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। করোনা পরিস্থিতির কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানের পক্ষে বর্তমান পরিস্থিতিতে কর্মরত শিক্ষক-কর্মকতা-কর্মচারীর বেতন ভাতা প্রদান ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহ দুরূহ হয়ে পড়েছে। সময়মতো বেতন-ভাতা না পাওয়ার কারণে সারাদেশে প্রায় ৬০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ শিক্ষক আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।’
এ সময় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে খুলে দেওয়া এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এম আমির উদ্দিন পাবেল, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, দিশারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, সুরমাভ্যালি কিন্ডারগার্টেনের চেয়ারম্যান সুরঞ্জিত তালুকদার, সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর সামসুদ্দোহা, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লবিবুর রহমান, মেট্রোসিটি প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ সাহেদ হোসাইন, মেট্রোপলিটন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, নলেজ হারবারের ভাইস প্রিন্সিপাল নাজমুল আনসারী, সিলেট সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চিনো আক্তার, সাউথ সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, স্টার লাইট একাডেমির অধ্যক্ষ আনোয়ার আলী, মেরিট কেয়ার স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে শহর ও শহরতলীর প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
বিএ-৩