সিলেটে পুলিশের ২৬ উপপরিদর্শকের পদায়ন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২২, ২০২০
০৪:২২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৪:২২ অপরাহ্ন



সিলেটে পুলিশের ২৬ উপপরিদর্শকের পদায়ন

সিলেট জেলা ও মহানগর পুলিশের ২৬ জন উপ-পরিদর্শককে (এসআই) ইন্সপেক্টর (পরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত ১ অক্টোবর এই পুলিশ কর্মকর্তারা এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান।

মহানগর পুলিশের উপ পরিদর্শক আলী আকবরকে ময়মনসিংহ রেঞ্জে, সাইদুর রহমানকে আরএমপি রাজশাহীতে, মো. হুমায়ূন কবিরকে এপিবিএন-এ, জেলা পুলিশের উপ পরিদর্শক মো. আবুল বশর চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে, হায়দার আলীকে রংপুর রেঞ্জে, মো. মজির উদ্দিনকে এপিবিএনে, মহানগর পুলিশের প্রজেশ কান্তি রায়কে সিলেট রেঞ্জ পুলিশে, মো. হায়দার আলীকে এপিবিএনে, আরআরএফ সিলেটের উপ পরিদর্শক মো. আব্দুর রউফকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া উপ পরিদর্শক মো. শাহজাহান খান ও মো. গিয়াস উদ্দিনকে ঢাকা মহানগর পুলিশে, আজিজুল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জে, মো. সাইফুল ইসলাম চৌধুরীকে সিলেট মহানগর পুলিশে, মো. ফারুক মিয়াকে সিলেট রেঞ্জে, মো. আবু হেনা আতিকুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে, মো. আজিজুর রহমানকে সিলেট মহানগর পুলিশে, সিলেট জেলা পুলিশের উপ পরিদর্শক মো. ময়দর আলীকে ঢাকা মহানগর পুলিশে, মো. আলা উদ্দিনকে ঢাকা মহানগর পুলিশে, সিলেট মহানগর পুলিশের মো. মোফাজ্জুল হোসেন সরকারকে ঢাকা রেঞ্জে, অনিল কান্তি রুদ্রকে ঢাকা রেঞ্জে, মো. ওহিদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে, মো. জুনেদ আহমদকে ঢাকা মহানগর পুলিশে, মো. রমিজ আলীকে সিলেট রেঞ্জে, এরশাদ উল আলম সরকারকে সিলেট রেঞ্জে, মো. আবুল হোসেনকে ঢাকা মহানগর পুলিশে, মো. আমিরুল ইসলামকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। 

বিএ-০৮