করোনা টিকার ট্রায়ালে ব্রাজিলে স্বেচ্ছাসেবকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২০
১২:৩০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৭:৫৪ অপরাহ্ন



করোনা টিকার ট্রায়ালে ব্রাজিলে স্বেচ্ছাসেবকের মৃত্যু

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনাভাইরাস টিকা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হল। ‘ভ্যাকসিন ক্যান্ডিডেন্ট’ এর ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

নিয়ন্ত্রক সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও সম্ভাব্য টিকার পরীক্ষা চলবে। ট্রায়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত গোপনীয়তার কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

ফেডারেল ইউনিভার্সিটি অফ সাও পাওলোর পক্ষে পৃথকভাবে জানানো হয়েছে, মৃত ব্যক্তি ব্রাজিলিয়ান। তবে তিনি ব্রাজিলের কোন অংশের বাসিন্দা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে খোলসা করে কিছু বলা হয়নি। যে বিশ্ববিদ্যালয় ব্রাজিলে অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ডের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানোর ক্ষেত্রে সাহায্য করছে।

রয়টার্স জানিয়েছে, যাদের উপর এখন করোনা টিকার পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে, মৃত ব্যক্তি সেই গোষ্ঠীর অংশ হলে তৎক্ষণাৎ ট্রায়াল স্থগিত রাখা হত।

বিষয়টির সঙ্গে অবহিত এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে সম্ভাব্য করোনা টিকা প্রয়োগ করা হয়নি। তবে সেই তথ্য প্রকাশ্যে না আসা নিজের নাম ও পরিচয় গোপন রাখতে চেয়েছেন ওই সূত্র।

মৃত্যুর ঘটনা নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ। অন্যদিকে অ্যাস্ট্রোজেনেকার পক্ষে জানানো হয়েছে, গোপনীয়তা এবং ক্লিনিকাল ট্রায়ালের নিয়মের জন্য কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সংস্থার পক্ষে কোনো মন্তব্য করা হবে না।

বিএ-০৯