হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ তিন মামলায় অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২২, ২০২০
০৬:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন



হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ তিন মামলায় অভিযোগ গঠন

হবিগঞ্জের বৈদ্যার বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী সমাবেশে বিস্ফোরণ ও দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড ছুঁড়া ও মানুষ হত্যাসহ মোট ৩ টি মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

একই সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া। তাঁর এ ঘটনায় হওয়া ২ টি মামলার মধ্যে বিস্ফোরক ছুঁড়ার মামলায় অভিযোগ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় অভিযোগ গঠন করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বাবর, আরিফসহ মোত ১১ জনকে হাজির করা হয়। এসময় সিলেট সিটি কর্পরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজে আদালতে হাজির হলেও বাকি সকলকে সিলেটের কেন্দ্রিয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হাজির করা হয়। আজ এ ৪ টি মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ ছিলো।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া। আহত কিবরিয়াকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন।

আরসি-০১