ওসমানীনগরে একদিনের ব্যবধানে দুই বাসায় চুরি

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২০
১১:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
১১:০৫ অপরাহ্ন



ওসমানীনগরে একদিনের ব্যবধানে দুই বাসায় চুরি

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার স্কুল রোডে একদিনের ব্যবধানে ২টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুই বাসাতেই একই কায়দায় জানালার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোয়ালাবাজারস্থ কালিমন্দির সংলগ্ন প্রীতি রাণী দাশের বাসায় প্রবেশ করে চোরেরা। এসময় প্রীতি রাণীর ঘুম ভেঙে গেলে তিনি বিষয়টি বুঝতে পেরে চোরদের বাধা দিলে চোরেরা তাকে মারধর করে নগদ ১ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ ও দু'টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

প্রীতি রাণী বলেন, 'চোরদের মধ্যে একজন বাসার ভেতরে প্রবেশ করে। অন্যরা বাইরে পাহারায় থাকে। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি এক চোরকে দেখে বাধা দিলে সে আমায় মারধর করে সবকিছু নিয়ে পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।' 

এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একই এলাকার স্কুল রোডে আব্দুস ছোবহান তালুকদারের বাসার পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ ৫২ হাজার টাকা, রুপার অলঙ্কার, একটি স্বর্ণের চেইন ও দু'টি মোবাইল সেট নিয়ে যায়।

আব্দুস ছোবহান বলেন, 'গত ২৩ মার্চ আমার বাসার অন্য একটি কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা দু'টি মোবাইল ফোনসহ কিছু মালামাল নিয়ে যায়। গত সোমবার দিবাগত রাতে একই কায়দায় চোরেরা বাসায় প্রবেশ করে নগদ টাকাসহ এন্ড্রয়েড মোবাইল সেট, স্বর্ণ ও রুপার অলঙ্কার নিয়ে যায়। আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।'

ওসমানীনগর থানার এসআই নিখিল দাস বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

 

ইউডি/আরআর-০৬