ফেঞ্চুগঞ্জে ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২০
১২:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
১২:০০ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে চলছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজাকমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সবধরণের উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটি।

ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারির কারণে এ বছর আড়ম্বর থাকছে না কোনো মন্ডপে। স্বাস্থ্যবিধি মেনে দেবী দর্শনের সুযোগ থাকবে ভক্তদের জন্য। এবার  উপজেলার মোট ৩৬টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবছর করোনামুক্তির আরাধনা করা হবে পূজায়।

ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথ বলেন, 'পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাওয়া পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব। মায়ের ভক্তরা যাতে স্বাস্থ্যবিধি মেনে মাকে দর্শন করতে পারে, সেজন্য আমরা সচেষ্ট থাকব। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সঙ্গে থাকবে। আশা করছি সুন্দরভাবে পূজা উদযাপন হবে।

 

এসএ/আরআর-১০