গোলাপগঞ্জে রাধা বিনোধ মিশ্রের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে রাধা বিনোধ মিশ্রের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

সিলেটের গোলাপগঞ্জে মহাপ্রভূ শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূর বাড়ির সেবায়েত মহাপ্রভূর ১৪তম বংশধর ও জয় মহাপ্রভূ সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অধ্যাপক শ্রী রাধা বিনোধ মিশ্রের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় জয় মহাপ্রভূ সেবক সংঘের উদ্যোগে তাঁর সমাধিস্থলে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূর বাড়ির বর্তমান সেবায়েত ও জয় মহাপ্রভূ সেবক সংঘের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড. প্রকৃতি মিশ্র চক্রবর্তী, গোলাপগঞ্জ উপজেলার জয় মহাপ্রভূ সেবক সংঘের সভাপতি শ্রী নুকুল রাম মালাকার, বিজয় কপালী, শান্ত দাস, জনি চন্দ, দোলন চক্রবর্তী, সন্ধ্যা রাণী চক্রবর্তী, মুছনা রাণী মালাকার, শুক্লা দাস, দীপু পাল, বর্নালী মালাকার, ছোটন মালাকার, সুজিত দেব, বিশ্বজিত বিশ্বাস প্রমুখ।

 

এফএম/আরআর-১২