দুর্গাপূজা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন



দুর্গাপূজা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ আড়াইশ পরিবারে চাল বিতরণ করা হয়েছে। কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সৌজন্য কদমতলীতে এই চাল বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।  

ক্লাব প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় কদমতলীর একটি হোটেলে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি মুফতি তাহের আহমদ। বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট সাইফুর রহমান, ক্লাব ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, ডাইরেক্টর কাজী আব্দুল জলিল খান, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি প্রমুখ।

বিএ-০৩