নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন



নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন

দেশব্যাপী নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট সদর উপজেলার বালুচরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোনাকী ও আলিছলা পল্লীসমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সমাজকে সঠিক এবং সুন্দর করতে হলে বিচারহীনতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, টুলটিকর ইউনিয়নের পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার, ইউপি সদস্য মো. শাহ আলম, শাহপরাণ থানার উপ পরিদর্শক মো. মফিজ উদ্দিন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা বালুচর উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পল্লীসমাজ নেত্রী মমতা বেগম, নেহার বেগম, আয়শা বেগম, তাছলিমা বেগম প্রমুখ।

বিএ-০৪