গোয়াইনঘাট প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ে ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকাচালক যুব সংঘের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সকল সদস্যদের মাঝে এ পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি বাছির মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুস শুক্কুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাফলং নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং ট্রাকচালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন জুবের, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. শাহ আলমসহ সংগঠনের সকল সদস্য ও এলাকার পর্যটনকেন্দ্রের ব্যবসায়ীরা।
এমএম/আরআর-১১