‘উপজেলা পদ্ধতি পুরোপুরি চালু না হওয়ায় দেশ পিছিয়ে রয়েছে’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন



‘উপজেলা পদ্ধতি পুরোপুরি চালু না হওয়ায় দেশ পিছিয়ে রয়েছে’
জাপার আলোচনা সভা

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেছেন, ‘১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু এরশাদের করা উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে দেশে পরিচালিত হচ্ছে না। ফলে দেশ অনেক পিছিয়ে রয়েছে।’ 

উপজেলা পদ্ধতি প্রবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। শুক্রবার (২৩ আগস্ট) বিকেল চারটায় জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জাপার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ লষ্কর বশির, যুব সংহতির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জাপা নেতা দৌলা মিয়া, কয়েছ আহমদ, সিরাজ মিয়া, শাহ আলম, তাজ উদ্দিন এপলু, বাদশা মিয়া, জেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক শাহান উদ্দিন নাজু,  মামুন, মো. আলী রাসেল, এএস শামীম আহমদ প্রমুখ।

সভায় উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে চালুর দাবি জানিয়ে তারা বলেন, ‘বর্তমান সরকার এরশাদের সকল পরিকল্পনায় দেশকে এগিয়ে নিতে পারলেও উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।’ বক্তারা আরও বলেন, ‘আগামীতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ১৫১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি সরকার গঠন করবে। জাতীয় পার্টি সরকার গঠন করলে দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশের জনগণের বুঝতে বাকি নেই, জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’

বিএ-০৪