সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৩ আগস্ট) বাদ মাগরিব আম্বরখানা সরকারি কলোনি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোজাক্কির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাংবাদিক মনিরুজ্জামান মনির, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মুহিত চৌধুরী, আব্দুল আহাদ, আব্দুল ছাত্তার, মাসুদ আহমদ, আব্দুল মালিক, জাবের আহমদ চৌধুরী, তারেক মাহমুদ চৌধুরী, ছদরুল হাসান চৌধুরী, ওয়াসিম আহমদ চৌধুরী, নাসিম আহমদ চৌধুরী, আবেদ সুলতান চৌধুরী প্রমুখ।
বিএ-০৬