রায়হান হত্যার প্রতিবাদে বন্ধনের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন



রায়হান হত্যার প্রতিবাদে বন্ধনের মানববন্ধন

সিলেটসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং রায়হান আহমদ হত্যার বিচারের দাবিতে বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুম্মা সিলেট নগরের কাজলশাহ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি সোহেল আহমদ পাপ্পুর সভাপতিত্বে এবং লিটন আহমদ ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। উপস্থিত ছিলেন, সমাজসেবী ডা. নজরুল ইসলাম ভ‚ইয়া, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়ারিছ মিয়া, সমাজসেবী আব্দুর রব হাজারী, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শামীম আহমদ, দুলাল আহমদ, সালাউদ্দিন বকস সালাই, আলী আহমদ, মুক্তা মিয়া,নাসিরুল ইসলাম, নাসির, অখিল চন্দ্র, সাংবাদিক আব্দুল বাসিত, আলী আহমদ, খোকন মিয়া, বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রাব্বি, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সাবেক সাংগঠনিক এম এ রায়হান, রাসেল আহমদ অর্থ সম্পাদক ফাহাদ আহমদ,দপ্তর সম্পাদক এনামুল হক মুন্না, সমাজসেবা সম্পাদক রবিউল ইসলাম রবি,সহ সম্পাদক সোহাগ আহমদ, আপ্যায়ন সম্পাদক রাহেল আহমদ, হাফিজুল ইসলাম প্রমুখ।  

বিএ-০৭