প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২০
০৫:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৫:০০ পূর্বাহ্ন



প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীতে সর্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে লোকাল ভয়েস সিলেটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

লোকাল ভয়েস সিলেটের সভাপতি এটিএম বেলায়েত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, অজিত রায় ভজন, ধ্রæব গৌতম, নিরঞ্জন চন্দ, কামরান হোসেন হেলাল, হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল, মিজানুর রহমান পাবেল, কামরুল হাসান, মাজেদ খান, তাহসিন মেহেদী প্রিন্স, কৃষ্ণ ঘোষ, মকবুল আহমদ, প্রণব দে, বাপ্পী চন্দন, মান্না দে, রিংকু তালুকদার, টুটুল দত্ত, সঞ্জয় পাল, সুজন দাস, রাখাল দাস, সঞ্জয় দাস, নয়ন, শাহেদ, মারজান, মোস্তাকিম, সাকিব, রাব্বী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু গত কয়েক বছর ধরে লক্ষ করা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিমা ভাংচুরের মতো ন্যাক্কাজনক ঘটনা ঘটেই চলেছে। আমরা মনে করি সরকারের ব্যর্থতায় এ ধরনের ঘৃণ্য অপকর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনতিবিলম্বে এসব দুস্কৃতিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

বক্তারা পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুতে প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। 

বিএ-০৮