অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন



অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের প্রাক্তন প্রধান, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোশাহিদ ঠাকুরের সহধর্মিনী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার বাদ এশা হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এদিকে, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানার মৃত্যুতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাগীব আলী এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

বিএ-১০