সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০৪:৪৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৪:৫১ অপরাহ্ন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা শেষে বাসায় নেওয়া হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মরদেহ। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল প্রাঙ্গনে তার জানাজা হয়।
জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনেকে অংশ নেন। জানাজা শেষে পল্টনের নিজ বাসায় মরদেহ নেওয়া হয়।
কিছু সময় পল্টনের বাসায় মরদেহ রাখার পর তা নেওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে প্রখ্যাত এই আইনজীবীকে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে শেষ নিশ্বাস ছাড়েন ব্যারিস্টার রফিক-উল। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিএ-১৪