সাবেক প্রকৌশলী আইয়ূব আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৪, ২০২০
০৬:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৬:১৬ অপরাহ্ন



সাবেক প্রকৌশলী আইয়ূব আলী আর নেই

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব আইয়ূব আলী আর নেই। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

আজ শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার গৌরীশঙ্করে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাঁকে সমাহিত করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) প্রকৌশলী হিসেবে বিভিন্ন সময়ে তিনি সিরাজগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও মৌলভীবাজার জেলায় দায়ীত্ব পালন করেন।

সিলেট চক্ষু হাসপাতাল ও সিলেট ডায়াবেটিস হাসপাতালের কার্যকরী কমিটিতে যুক্ত ছিলেন আইয়ূব আলী। তিনি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সদস্য।  

এছাড়াও তিনি গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতির দায়ীত্ব পালন করেন।

বিএ-১৮