রায়হান হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৪, ২০২০
১০:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
১১:৩৮ অপরাহ্ন



রায়হান হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের আহমদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নগরের মদিনা মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন চলাকালীন সময়ে টায়ার জ্বালিয়ে এই সড়ক অবরোধ করা হয়।

জানা যায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলো তার পরিবার। গত ১৮ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসআই আকবরসহ অভিযুক্ত সকলকে গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন রায়হানের মা সালমা বেগম।

বেঁধে দেওয়া সময়সীমা (৭২ ঘন্টা) অতিক্রম হয়েছে গত ২১ অক্টোবর। এই সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়নি। ফলে লাগাতার কর্মসূচি হাতে নেয় রায়হানের পরিবার। কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করা হয়।

গতকাল শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয় এবং আজ শনিবার বিকেল ৪টায় এলাকাবাসীর পক্ষ থেকে মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধন চলাকালীন সময়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় বন্ধ হয়ে যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের যান চলাচল।

তবে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন যান চলাচল স্বাভাবিক রয়েছে জানান।

এনএইচ/আরসি-০৩