বিশ্বনাথে মাদরাসাছাত্র রবিউল হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ২৪, ২০২০
১০:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
১০:৫২ অপরাহ্ন



বিশ্বনাথে মাদরাসাছাত্র রবিউল হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

সিলেটের বিশ্বনাথে মাদরাসাছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টায় বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রবিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাসুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খান, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি শাহিন আলম, সংগঠক নজরুল ইসলাম আজাদ, হোসাইন আহমদ প্রবেল, আলম খান, খালেদুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাহের মিছবাহ ও দপ্তর সম্পাদক নুরুল আমিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এখলাছ আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, শাহ মো. ফয়ছল আহমদ, যুগ্ম-সম্পাদক ওয়াসিম উদ্দিন, নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সাহিত্য সম্পাদক রুবেল আলী, সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক আল আমিন, সংগঠক সোহাগ মিয়া, সুমন আহমদ, মিজু আহমদ প্রমুখ।

 

এমএ/আরআর-০৭