শাবির ল্যাবে একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৫, ২০২০
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৫, ২০২০
০১:০১ পূর্বাহ্ন



শাবির ল্যাবে একজনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় মাত্র একজনের করোনা পজেটিভ এসেছে। 

আজ শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়। শাবিতে মহামারি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরুর পর এটি একদিনে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে আজ ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।’

 

এনএইচ/এএফ-০৬