‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৫, ২০২০
০৫:৪৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৫, ২০২০
০৫:৪৩ পূর্বাহ্ন



‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট’

‘সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট। এই অঞ্চলের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে আলাদা সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। যে সৌহার্দ দেশের অন্য কোনো অঞ্চলে খুব একটা নজির নেই। এখানে সবাই একে অন্যের ধর্মকে সম্মান জানিয়ে, সবার উৎসব এই রীতি মেনে চলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্প্রীতি দেশব্যাপি ছড়িয়েছে।’

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এই পরিদর্শন শুরু করেন দলটির নেতাকর্মীরা।

সিলেট মহানগর আওয়ামী লীগ : গতকাল শনিবার দুপুরে পূজা মন্ডপ পরিদর্শন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নগরের নাইওরপুলের রামকৃষ্ণ মিশন, মিরাবাজারের শ্রী শ্রী বলরাম জিউর আখরা, গোপালটিলা সার্বজনীন পূজামন্দির, দাঁড়িয়াপাড়ার চৈতালী সংঘ, সনাতন যুব ফোরাম, মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী, কাজলশাহ সার্বজনীন পূজামন্ডপ, বাগবাড়ী পূজামন্ডপ, আখালিয়া শ্রী শ্রী কালিবাড়ী, করেরপাড়ার শাপলা সংঘ ও করেরপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অ্যাডভোকেট প্রদীপ ভট্রাচার্য, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট কিশোর কুমার কর, মো. আব্দুর রহমান জামিল, বিধান কুমার সাহা, প্রদীপ পুরকায়স্থ, দিবাকর ধর রাম, সুদীপ দেব, সেলিম আহমদ, রজত কান্তি গুপ্ত, অ্যাডভোকেট বেলাল আহমদ, মাফুজ চৌধুরী জয়, প্রভাষক রনদ্বীপ চৌধুরী, অমিতাভ চক্রবর্তী রনি, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

আরমান আহমদ শিপলু : দুর্গাপূজা উপলক্ষে গতকাল  শনিবার বিকেলে নগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু। এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয় দেব, বিপুল তালুকদার প্রমুখ।

বিএ-০৪