নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২০
১০:২৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২০
১১:২০ অপরাহ্ন
ছবি- এইচ এম শহীদুল ইসলাম
ছেলে রায়হান হত্যার বিচারের দাবিতে আমরণ অনশনে যাওয়া মা সালমা বেগমের অনশন ভাঙালেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ৪ টা ৪০ মিনিটের দিকে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে উপস্থিত হয়ে রায়হানের মায়ের অনশন ভাঙান তিনি।
মেয়র পরিবারকে আশ্বস্ত করে বলেন, তদন্তের স্বার্থে আমরা প্রশাসনকে কিছু সময় দিচ্ছি। তারপরও যদি মূল অভিযুক্ত গ্রেপ্তার না হয়। তবে আমরা সিলেটবাসিকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুখলিছুর রহমান কামরানসহ অন্যান্য কাউন্সিলর ও সিসিক কর্মকর্তারা।
পরে রায়হানের মা সালমা বেগম অসুস্থ হয়ে পড়ায় স্বজনরা তাঁকে নিয়ে বাসায় চলে যান। তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন রায়হানের মামা তারেক আহমদ বিলাস।
এনএইচ/আরসি-০১