গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভূর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় তিনি মণ্ডপ পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মনোজ কান্তি দে, ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সেন, সহ-সভাপতি বিদ্যুৎ ভূষন দেব, সাধারণ সম্পাদক মিটুন দে, যুগ্ম-সম্পাদক বিমলেন্দু ভট্টাচার্য্য, উজ্জ্বল দেব, লিটন বিশ্বাস, প্রতাপ চন্দ প্রমুখ।
এফএম/আরআর-০৫