জকিগঞ্জে ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন



জকিগঞ্জে ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের মানববন্ধন
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা থেকে শহরের এম এ হক চত্বরে উপজেলার ৫২টি ক্বওমী মাদরাসার ছাত্র-শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘ প্রায় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন সন্ধ্যায় শেষ হয়।

জকিগঞ্জ ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির আইয়রী'র সভাপতিত্বে এবং প্রচার ও দপ্তর সম্পাদক কে এম মামুন ও ফরিদ উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। 

এছাড়া বক্তব্য দেন, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা এবাদুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুস সালম, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দ্রুত করতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণ রোধ করতে সরকারকে আরও সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক সময়ে সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের সকল খুনিকে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে রায় কার্যকর করার আহ্বান জানান তারা।

 

ওএফ/আরআর-০৯