ওসমানীনগরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২০
০৩:০৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
০৩:০৬ পূর্বাহ্ন



ওসমানীনগরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা অসুর শক্তির বিনাশ করে আমাদের সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় বাঙালি হিন্দু সমাজ দুর্গাদেবীর আরাধনা করেন। তাই বর্তমান করোনা দুযোর্গকালিন সময়ে আমাদের প্রার্থনা হোক-করোনা থেকে মুক্তির, আমাদের প্রার্থনা হোক সুন্দর ও শোষনহীন সমাজ প্রতিষ্ঠার।

সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী রবিবার (২৫ অক্টোবর) রাতে ওসমানীনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান আলা, আওয়ামী লীগ নেতা শাহনুরুর রহমান শানুর, মোস্তাক আহমদ, ডিকে জয়ন্ত, সজল দেব, বাবলু মিয়া, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, পংকী মিয়া প্রমুখ। 

শফিকুর রহমান চৌধুরী বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তার ব্যক্তিগত উদ্যোগে মাস্ক ও গ্লাভস বিতরণ করেন।

ইউডি/বিএ-১২