সাম্প্রদায়িক সম্প্রীতির নগর সিলেট : মেয়র

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৬, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন



সাম্প্রদায়িক সম্প্রীতির নগর সিলেট : মেয়র

সিলেটকে ধর্মীয় সম্প্রীতির নগর হিসেবে আখ্যা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে সিলেট নগরের করেরপাড়াসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সিলেট হলো ধর্মীয় সম্প্রীতির নগর। এই নগরের মানুষেরা একে অন্যের ধর্মীয় মতাদর্শকে শ্রদ্ধার পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দগুলো ভাগাভাগি করে নেন। যা দেশের অন্যান্য এলাকায় বিরল। ধর্মীয় স¤প্রীতির এই নগরে শান্তিপূর্ণভাবে পূন্যার্থিরা পূজার আনুষ্ঠানিকতা পালন করতে পারেন সেজন্য নগরবাসির সহযোগিতাও প্রয়োজন।

স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানিয়ে মেয়র বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা অনেকটা সীমিত আকারে পালন করতে হচ্ছে। সিলেট মহানগরীর পূজা মন্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা পালনে সিলেট সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করছে। মন্ডপ এলাকায় প্রতিরাতে জীবানুনাশক ছিটানো হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ টিম কাজ করছে। এক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, কাউন্সিলর বিক্রম কর সম্রাটসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিএ-০২