মৌলভীবাজারে শোভাযাত্রা ছাড়াই হলো প্রতিমা বিসর্জন

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



মৌলভীবাজারে শোভাযাত্রা ছাড়াই হলো প্রতিমা বিসর্জন

মৌলভীবাজারে কোনো প্রকার শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। গত ২২ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ধর্মীয় নানা অনুষ্ঠান পালন করেছেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) দশমীর দিনে সকাল ৯টা ৩৭ মিনিট থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হয়। বিজয়া দশমীর দিনে কোনো প্রকার শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। সোমবার বিকেলে শহরের চাঁদনীঘাট এলাকায় মনু নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। 

বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুন্না রায়, সদর  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুমেশ দাশ যীশু।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুন্না রায় বলেন, 'এ বছর করোনাভাইরাসের কারণে উৎসবের পরিসর ছোট করা হয়েছে। যদিও আনন্দে কোনো ঘাটতি ছিল না। ছোটদের অংশগ্রহণও কোনো অংশে কম ছিল না। উৎসব শেষে ব্যথিত মনে ভক্তরা মা দুর্গাকে বিদায় জানিয়েছেন। করোনার কারণে শোভাযাত্রা ছাড়াই চলে বিদায়পর্ব।

পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, 'মৌলভীবাজারে করোনার কারণে শহরের ভেতরে কোনো প্রকার শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব।'

জেলায় ৯৬৯টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এ বছর হিন্দু ধর্মাবলম্বীদের মতে মা দুর্গা পালকিতে চড়ে আসেন ও গমন করেন গজে চড়ে।

 

এসএইচ/আরআর-০৬