নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২০
০৮:৩৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২০
১০:৪৭ অপরাহ্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যেই ৩০ শতাংশ শেয়ার ধারণ সম্পন্ন করেছে। বারাকা পাওয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) দেশের উভয় শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের অন্যতম প্রতিষ্ঠান।
বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২১ মে এক সার্কুলারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সকল পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে পরিচালনা পর্ষদের কাছে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়। সার্কুলার জারির দিন থেকে ৯০ দিন বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বারাকা পাওয়ার এটি পরিপালন করতে সক্ষম হয়েছে।
সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালকদের হাতে সর্বমোট ১৮.০১ শতাংশ শেয়ার ছিল। গতকাল রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ব্যবধানটি পূরণ করতে তাদের বোর্ডে নতুন করে পাঁচ জন পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের মধ্যে চার জন পরিচালককে ৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার মনোনীত করেছেন এবং একজন স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
নতুন বোর্ড সদস্যদের অন্তর্ভুক্ত করার পর বারাকা পাওয়ারের পরিচালকদের মোট শেয়ার হোল্ডিং ৩১.০৩ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে বারাকা পাওয়ার লিমিটেড নতুন চার জন প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার মনোনীত পরিচালক পেয়েছে ।
স্থানীয় উদ্যোক্তাদের একটি গ্রুপের যৌথ সহযোগিতায় রেমিট্যান্স আহরণকারী অনাবাসী বাংলাদেশীদের নিয়ে (এনআরবি) বারাকা পাওয়ার গঠন করা হয় ২০০৭ সালের ২৬ জুন। ২০১৫ সালের ১২ জানুয়ারী এ প্রতিষ্ঠানটি পূর্বের নাম 'বরকতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেড' থেকে নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে 'বারাকা পাওয়ার লিমিটেড'। কোম্পানির ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। ১৬ মে ২০১১ এ কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সিলেটের ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও বারাকা পাওয়ারের মালিকানাধীন আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল)। এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। চট্টগ্রামের পটিয়ায় ৫০ মেগাওয়াট আরেকটি এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কর্নফুলী বিদ্যুৎ লিমিটেড (কেপিএল) নামে ১১০ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড (বিএসপিএল) নামে চট্টগ্রামের পটিয়ায় একটি ১০৫ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
বর্তমানে বারাকা পাওয়ার লিমিটেড বিপিপিএলের ৫১ শতাংশ মালিক এবং সরাসরি বিনিয়োগ ও ক্রস হোল্ডিংয়ের মাধ্যমে কোম্পানির কেপিএলে ৫১.০১ শতাংশ এবং বিএসপিএলে ৪৬.০১ শতাংশ মালিকানা রয়েছে। সুতরাং, বিপিএল, কেপিএল এবং বিএসপিএল বাস্তবায়নের সাথে সাথে, বারাকা পাওয়ার লিমিটেড মোট ১৮০.৯২ মেগাওয়াট (বিপিএলের ৫১ মেগাওয়াট + বিপিএল এর ৫১ মেগাওয়াট + ৫১.০১% বিএসপিএলের ১১০ মেগাওয়াট + ৪৬.০১% এর ১০৫ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় পৌঁছাবে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। ইতিমধ্যে তাদের রোড শো সম্পন্ন করেছে।
এএফ/০৩