বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২০
০৫:৩৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২০
০৫:৩৬ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে ৮ বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম তাহান আহমদ। সে ছোটদেশ গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকেই তাহান নামের ওই শিশুটি নিখোঁজ ছিল। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ি সংলগ্ন একটি ডোবার পাড়ে তার জুতা পড়ে তাকে দেখেন। পরে পানিতে নেমে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সাঁতার না জানার কারণে পরিবারের বড়দের অগোচরে ডোবার পানিতে পড়ে যায় এবং সে মারা যায়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই আমরা স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করেছি।

পিএ/বিএ-০৩