নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৭, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছে ‘মোমেন ফাউন্ডেশন’।
সঞ্চয়পত্র (এফডিআর) প্রদান উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের জিন্দাবাজারের সাংসদের আঞ্চলিক কার্যালয়ে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে যেসব সম্মুখযোদ্ধা মৃত্যুরবরণ করেছেন তাদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। সিলেটের চিকিৎসক মঈন উদ্দিনের পরিবার পেয়েছে ৫০ লাখ টাকা। নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ফাইলও যদি প্রসেসিং করা হয় তার পরিবারও সরকারি অনুদান পাবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুহুল আমিনের ফাইল প্রসেসিংয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে ইসরাইল আলী সাদেক সিলেট মিররকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফাইল প্রসেসিংয়ের দায়িত্ব দিয়েছেন। আমরা ফাইল নার্সিং অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে। আশা করি রুহুল আমিনের পরিবার দ্রুতই সরকারি অনুদান পেয়ে যাবে।’
অনুষ্ঠানে রুহুল আমিনের ছেলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র আলিফের হাতে ২ লাখ টাকার সঞ্চয়পত্র (এফডিআর)-তুলে দেওয়া হয়। এর আগে রুহুল আমিনের মৃত্যুর পরপরই পুরো ৩ মাসের খাদ্যদ্রব্য নিয়ে তার পরিবারের পাশে দাঁড়ায় ‘মোমেন ফাউন্ডেশন’। এছাড়া তার পড়ালেখার দায়িত্ব নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখার সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ও সাংঠনিক সম্পাদক অরবিন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, নার্সিং কর্মকর্তা রুহুল আমিন করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে গত ২২ মে করোনায় আক্রান্ত হন। গত ২৯ মে রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিএ-০৫