পাকিস্তানে মাদরাসায় বোমা হামলায় নিহত ৭

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২০
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২০
০৩:০৮ অপরাহ্ন



পাকিস্তানে মাদরাসায় বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের পেশোয়ারে এক মাদরাসায় বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।

দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানায়, মঙ্গলবার সকালে পেশোয়ারের দির কলোনিতে জামিয়া জুবেইরিয়া মাদরাসায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

হতাহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেডি রিডিং হাসপাতালে একজন মুখপাত্র জানান, বোমার আঘাতে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মাদরাসাটির শিক্ষার্থী, যাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।  

বার্তা সংস্থা এএফপিকে ওয়াকার আজিম নামে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের সময় মাদরাসাটিতে কোরআনের ক্লাস চলছিল। কোনো ব্যক্তি সেমিনার কক্ষে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ রেখে গিয়েছিল।

পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (অপারেশন) মনসুর আমান জানান, হামলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে। অন্তত ৫ কেজি বিস্ফোরক পদার্থ ছিল ব্যাগটিতে।

এলাকাটি পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বিএ-১২