আকবরকে গ্রেপ্তারে ব্যবসায়ীদের আল্টিমেটাম

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৮, ২০২০
০৭:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০৭:৪৭ পূর্বাহ্ন



আকবরকে গ্রেপ্তারে ব্যবসায়ীদের আল্টিমেটাম

পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। ৫ নভেম্বরের মধ্যে আকবরকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিকে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই আইন লঙ্ঘন করছে। আমরা জনগণের টাকায় বেতন দিয়ে কোনো খুনি পুলিশ পুষতে চাই না । দুর্নীতিবাজ খুনি উপ পরিদর্শক আকবর ও অন্যান্য পুলিশ সদস্যদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আগামী ৫ নভেম্বরের মধ্যে রায়হান হত্যার মূল আসামি আকবরকে গ্রেপ্তার করা না হলে, সিলেটবাসীসহ সারা দেশের মানুষকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

বিএ-০৪