সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৮, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০৮:০৫ পূর্বাহ্ন
সিলেট সদর উপজেলায় ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে স্কুল ও কলেজের ছাত্রীদের হাতে এগুলো তুলে দিয়েছেন।
সিলেট সদর উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় মুজিববর্ষ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়। তহবিলের আওতায় ছাত্রীদের মধ্যে ৪৪টি বাইসাইকেল, ৩ হাজার ২০০টি স্যানেটারি ন্যাপকিন, ৯০০ স্কুল ব্যাগ ও ৩৬৯টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী ভূমি কমিশনার (মহানগর সার্কেল) শবনম শারমিন, সহকারী ভূমি কমিশনার (সদর উপজেলা) ফারিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাহিদ পারভিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন উপজেলা স্টেনো টাইপিস্ট তাপস চন্দ্র পাল।
বিএ-০৬