নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২০
০৮:১৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০৯:০৭ পূর্বাহ্ন
সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল আহাদ খান আর নেই। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১১ টায়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন আব্দুল আহাদ এতিমখানার সাধারণ সম্পাদক শাখাওয়াত আলী শাহি।
তিনি জানান, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ সপ্তাহ ধরে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে লাইফ সাপোর্টে থেকেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল আহাদ খান ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতি, সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, জগন্নাথপুর বৃটিশ বাংলা অ্যাডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল আহাদ এতিমখানাসহ অসংখ্য সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। তিনি জগন্নাথপুর নয়াবন্দ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটিরও সদস্য ছিলেন।
আরসি-০১